৭ই মার্চ
    মঈন তাজ

ভায়েরা আমার ------------
দরাজ কন্ঠের সেই আহ্বান
স্নেহ মাখা সেই কথা
বাঙ্গালীর বুকে আজও দীপ্তিমান।

দূর্দশাগ্রস্ত জাতি অবহেলিত এক জনপদ
সেই মাটি ও মানুষের মুক্তির তরে নিলেন তিনি শপথ।

বজ্র কন্ঠে বলে গেলেন তিনি
তেইশ বছরের করুণ ইতিহাস।
দরাজ কন্ঠে তুলে ধরলেন তিনি
বাঙালির প্রতি পাকিদের নির্মম পরিহাস।

বাঙালির ইতিহাসে এলো এক শুভদিন
মহান সাতই মার্চ;
পাকিস্তানি ঐ হায়েনার দল তা
করতে পারেনি আঁচ।

মুক্তির সনদ বুকে নিয়ে জনসমুদ্রের মঞ্চে এলেন
বাংলা মায়ের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান;
উত্তাল জনসমুদ্রের মাঝে তাঁর
উদাত্ত কণ্ঠের আহ্বান।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

শ্রেষ্ঠ সে ভাষণে স্পষ্ট করলেন
মুক্তি সংগ্রামের সকল দিক নির্দেশ;
বাঙালি জাতিকে উপহার দিলেন
স্বাধীন, সার্বভৌম, সোনার বাংলাদেশ।

সে ভাষণ শুনে মানুষের গায়ে আজও কাঁটা দিয়ে উঠে
সে ভাষণ শুনে আজও যেন গাছে গাছে ফুল ফুটে।
সে ভাষণে আজও উদ্দীপ্ত থাকে বীর বাঙালি জাতি
মানুষের মাঝে সদা জেগে থাকে স্বপ্ন, সৌহার্দ্য,সম্প্রীতি।

ঢাকা
০৯/০৬/১৯