মানুষ যখন যাচ্ছে ডুবে
যাচ্ছে ভেসে করুণ ভাবে
দিশেহারা দিক্বিদিক,
আমোদ প্রমোদ বিনোদনে
আপন ধ্যানে অবুঝ মনে
স্বার্থ দেখা অযৌক্তিক।
দেখছি কিছু বলদ গাভী
নানান রকম তুলছে দাবি
ভুলছে লোকের আর্তনাদ,
বানের জলে যাচ্ছে ভেসে
ধরোনা ভাই তাদের এসে
বিবেক কেনো দিচ্ছ বাদ।
বোধের ঘরে তালা দিয়ে
ভাবলে শুধু আপন নিয়ে
করলে নাতো স্বার্থত্যাগ,
নিজের কাজে যাচ্ছ চলে,
স্বার্থ নিয়ে ব্যস্ত হলে
ভরলে শুধু নিজের ব্যাগ।
এসো সবাই ঐক্য গড়ি
মানবতার বড়াই করি
সবার সুখে হই সুখী,
সবাই মিলে সুখেদুখে
কষ্ট গুলো দেবো রুখে
সবার দুঃখে হই দুখী।
১২ ভাদ্র ১৪৩১,মঙ্গল
২৭ আগস্ট ২০২৪
বোয়ার,মধ্য আফ্রিকা