প্রিয়তমা
আমি এখন যুদ্ধক্ষেত্রে
রাইফেল হাতে দূর্ধর্ষ এক সৈনিক
আপাদমস্তক আমি সৈনিক
অতন্দ্র আমার চোখ
সতর্ক পাহারায় রাখে শত্রুকে।

পাহার পর্বত নদীনালা বনজঙ্গল মাঠঘাট পেরিয়ে
তোমাদের থেকে অনেক দূরে
আমি এখন যুদ্ধক্ষেত্রে।
না অশান্তির জন্য নয়
শান্তি আর সততা মানুষ আর মানবতা
মুক্তির মহামন্ত্রে বলিয়ান
শান্তির অতন্দ্র প্রহরী আমি।

পৃথিবীতে সবাই যোদ্ধা
ভিন্ন ভিন্ন যুদ্ধক্ষেত্রে
তবে সবাই সৈনিক নয়
এটাই চিরন্তন সত্য।

আমি একজন সৈনিক বটে,
অসীম সাহস দীপ্ত মনোবল
সৈনিকের কড়া পোশাক আর
ইস্পাত হৃদয় ভেদ করে ফুটে উঠে
তোমার আর তোমাদের মুখ।
সৈনিকের সমস্ত সত্তা হারিয়ে ফেলি আমি
ভুলে যাই কুচকাওয়াজ
রাইফেল মেশিনগান ট্রিগার ম্যাগজিন
সমস্ত মেকানিজম।
আবার জাগ্রত হয় তেজ দীপ্ত সৈনিক সত্তা।

প্রিয়তমা প্রতীক্ষার প্রহরে দাঁড়িয়ে তুমি,
দেখা হবে নিশ্চয়
তোমার সাথে তোমাদের সাথে
শহীদ নাকি গাজী তা আমার জানা নেই।

১৪ ভাদ্র ১৪৩১,বৃহ
২৯ আগস্ট ২০২৪
বোয়ার,মধ্য আফ্রিকা