শান্তির নীড়
মঈন তাজ
মায়ায় ভরা মমতায় ঘেরা
সে যে এক শান্তির নীড়,
দেখলে সে মুখ ভরে যাই বুক
সকল সুখ সেথা করে ভীড়।
মায়ের কোলখানি পৃথিবীর বুকে
সবচেয়ে নিরাপদ,
শত অপরাধে দোষী হলে ছেলে
নেই কোন অপরাধ।
আপনার সুখটুকু বলি দেয় মায়ে
ভাবে না নিজের কথা,
শুধু সন্তানে মানুষ করিতে
ভুলে যায় সব ব্যথা।
অসুখে বিসুখে সারা রাত জাগি
মা থাকে শিয়রে বসি,
সকল দুঃখ ভুলে যায় মায়ে
দেখে যে শিশুর হাসি।
গতরে শিয়রে হাত বুলাইয়া
দুয়া করে দেয় মায়ে,
আমার সোনা বেঁচে থাকে যেন
সুখের ভরা নায়ে।
সুখে রেখো খোদা আমার সোনারে
এইতো আমার চাওয়া,
নেই অভিযোগ নেই অনুযোগ
নেই কোন চাওয়া পাওয়া।
নিঃস্বার্থ হয়ে জন্ম নিলেন
পৃথিবীতে এক মা,
যার তুলনা পৃথিবীর
কোন কিছুতেই পাই না।
হারিয়েছে যার সে পাবে না আর
এই সম্পদ খানি,
মায়ায় ভরা মমতায় ঘেরা
ছিল সে সোনার খোনি।
ক্ষমা করো মা ক্ষমা করো তুমি
হতভাগা সন্তানে,
কখনো বুঝিনি কখনো খুঁজিনি
কী চাওয়া তোমার মনে।
ঢাকা
১৩/০৫/১৮