হাতের মুঠোয় জীবন নিয়ে
লড়াই করে দেশের তরে,
তুচ্ছ করে আপন মায়া
দেশ মাতাকে রক্ষা করে।

দেশের সেবায় অকুতোভয়
সদায় থাকে সম্মুখ পানে,
ভয় করেনা গুলি বোমা
শত্রু এলে আঘাত হানে।

ঘূর্ণিঝড় বা ভূমিধসে
বন্যা খরা জলোচ্ছ্বাসে,
মানব সেবায় সদায় ওরা
থাকে জনগনের পাশে।

দেশ সেবার ঐ মহান ব্রত
গভীর ভাবে বক্ষে ধরে,
স্বাধীনতা সার্বোভৌম
চলছে তাঁরা রক্ষা করে।

জল স্থলে অন্তরীক্ষে
তন্দ্রা বিহীন চক্ষু যাদের,
সমর পণে অমর যারা
হৃদয় ভরা স্যালুট তাদের।

আপন জীবন বিসর্জনে
দেশ মাতাকে রক্ষা করে,
অকুতোভয় বীর সেনানী
কাঁপেনা সে শত্রু ডরে।

যশোর
০৭/০৮/২০