ঋণ
মঈন তাজ

যত যায় দিন
তত বাড়ে ঋণ,
কি করে সুধিব আর
কি করে বহিব ভার।

বহিতে পারিনা আর
সহিতে পারিনা ভার,
হে জগৎ সংসার
কেন দিলে এই ভার?

ক্ষমা করে দিও মোরে
এই ঋণী বান্দারে,
এ নিঠুর সংসারে
কেন যে পাঠালে মোরে?

ঋণের মালা দোলে
আমার সোনার গলে,
হৃদয়টা যায় জ্বলে
ভাসি আমি আঁখিজলে।

কাঁদি আমি একা বসে
আছি বসে কোন আশে,
কেউ নাই মোর পাশে
দূরে বসে কে হাসে?

আশারা দেয় ধোঁকা
বসে  আমি ভাবি বোকা,
কেউ নেই আমি একা
কারও সাথে নেই দেখা।

বহি সব একা একা
কেউতো দেবেনা দেখা,
নিঠুর জগৎ সখা
নেই তার সীমারেখা।

আমার এই ভার
বহিবে কে আবার,
তাইতো নিজের ভার
নিয়েছি মাথার পর।

করুনা চাহিনা আর
হে জগৎ সংসার,
আমার এ ঋণের ভার
করিবো সোনার হার।

ঢাকা
০৬/০৬/১৮