এলো রমজান দিলো মহিয়ান
আমাদের এই দান,
জাগো হে সবাই ভ্রাতা ভোগিনী
জাগো হে মুসলমান।

শুদ্ধ করো হে রুদ্ধ তোমার
কালি মাখা অন্তর,
রবের আলোয় আলোকিত হোক
হৃদয়ের বন্দর।

মাহে রমজান সওগাত তার
দুয়ারে দুয়ারে বাজে,
হাত ভরে রাখি সেই সওগাত
হৃদয়ের খাঁজে খাঁজে।

মুছে যাক যত পাপ পরিতাপ
পূণ্যের বদৌলতে,
পূণ্যের বোঝা নিয়ে যাবো সোজা
আল্লার আদালতে।

বলবো তাহারে এই আমারে
করে দাও প্রভু মাফ,
দূর করে দাও মনের কলুষ
শয়তানি অভিশাপ।

ঐ জান্নাতে ঠাঁই করে দাও
ওহে দয়াবান প্রভু,
একটু দানিও আরশের ছায়া
আগুনে দিও না কভু।

স্নিগ্ধ শীতল কাওসার জলে
পিপাসা মিটিয়ে দিও,
তোমার হাবিব মুহাম্মাদের
সাথে নিও সাথে নিও।

সিয়াম সাধনা যত আরাধনা
তোমার জন্য শুধু,
তুমি ছাড়া যে শূন্য জীবন
বালুকা মরুর ধুধু।

রোজ কেয়ামতে মুছে দিও প্রভু
আমার পাপের খাতা,
তোমার দয়ায় ভরে দিও তুমি
শূন্য পূণ্য পাতা।

চাই চাই শুধু ওহে দয়াময়
তোমার করুণা চাই,
ঠাঁই করে দিও বেহেশতী বাগে
এইটুকু যেনো পাই।

আমৃত্যুকাল তোমার জজবা
থাকে যেনো অন্তরে,
তোমার কালিমা জপতপ করে
যেতে চাই পরপারে।

নিয়ে যেও তুমি মেহমান করে
তোমার এ বান্দায়,
প্রিয় হাবিবের সাথী করে দিও
এই চাহি সেজদায়।

তোমার দুয়ারে হাত তুলে শুধু
এই করি প্রার্থনা,
মুক্তি দানিও আমারে সকল
আত্মপ্রবঞ্চনা।

এই রমজানে ধুয়ে মুছে দাও
পাপ পরিতাপ যত,
আত্মশুদ্ধি দাও তুমি প্রভু
ক্ষমা চাই অবিরত।

সৎ সততায় জীবন আমার
করে যাই যেনো ক্ষয়,
সরল সঠিক পথে যেতে চাই
শয়তানি পথে নয়।

ক্ষমা করে দাও ওহে দয়াময়
আকুতি তোমার কাছে,
তুমি গাফ্ফার আহাদ সামাদ
নাই কেহ আগে পাছে।

০১ মার্চ ২০২৫
বোয়ার, মধ্য আফ্রিকা