রাজা আসে রাজা যায়
রাজ্য কি বদলায়?
বদলায় -- বদলায়
প্রাসাদটা রঙ করে
পোশাকের ঢঙ ধরে
সাইরেন সিকিউরিটি
শনশন গতিবেগে
গাড়ি চড়ে চলে যায়।

আর কিছু?
আরও আছে বহু কিছু
শুনে যাও পিছু পিছু
ভিন দেশে বাড়ি হয়
দামি দামি গাড়ি হয়
ছেলে মেয়ে লেখাপড়া
বৈদেশে করে তারা
ট্যুরিজম কেনাকাটা
এই দেশে নেই সেটা
আছে শুধু কলা কচু
তাই যায় ভিন দেশে
হতে চাই মহা উঁচু।

আর কিছু শুনবে কি?
কিছু কথা থাক বাকী.....

আর একটু শুন তবে
বহু কথা রয়ে যাবে
যত করো হইচই
তুমি আমি কিছু নই
জনগণ কূল হারা
চিরকাল এই ধারা
রাজা-প্রজা ভালোবাসা
সব মেকি
সব ফাঁকি।

০৬ আশ্বিন ১৪৩১,শুক্র
২১ সেপ্টেম্বর ২০২৪
বোয়ার, মধ্য আফ্রিকা