তুমি কি ভুলে যেতে চাও তোমার পূর্ব পুরুষের কথা,?
তোমার পরিচয়,যেখানে আছে তোমার অস্তিত্ব গাঁথা,
মিথ্যা ভাবনা অলীক তোমার কল্পনা,
যায়না মুছা কখনো তা সত্যের আল্পনা।
তুমি কি মুছে দিতে চাও তোমার যত সব ইতিহাস?
ভেবে দেখো তুমি একবার কারে করো সেই পরিহাস।
আপনার পরিচয় রক্তের স্রোতধারা
হৃদয়ের বন্ধন হয় কি তা গতি হারা?
অতীত ছাড়া কি বর্তমান,হয় কি তোমার পরিচয়?
অতীতকে ভুলে যাওয়া কি শুধু এক বৃথা চেষ্টা নয়?
বর্তমান অতীতের সাথে সেতু বন্ধন,
অকারণে কেনো তবে বিষ আস্বাদন।
বৃথা এই বাসনা অযথা চেষ্টা নিষ্ফল আবেদন,
ধমনিতে থাকে যে ইতিহাস হয়না কখনো ছেদন।
২৬ শ্রাবণ ১৪৩১
১১ আগস্ট ২০২৪
বুয়ার,মধ্য আফ্রিকা