অস্তিত্বের সংকট
মঈন তাজ

মাঝেমাঝে সব কিছু ফিকে হয়ে যায়
নিজের অস্তিত্বের কাছে।
বাঁচো এবং বাঁচাও এই দুয়ের মাঝে
অনেক ভাল মন্দ আছে।

বেকারত্ব যেমন মানুষককে
হতাশা গ্রস্থ করে।
তেমনি কর্মও মানুষকে
দিশেহারা করে।

স্বপ্ন আর সাধ্য যখন
ফারাক হয়ে যায়।
নিজের অস্তিত্ব তখন
ফিকে হয়ে দাঁড়ায়।

কত আর জ্বলবে বলো
আশার বাতি।
কত আর গুনবে প্রহর
স্বজন জ্ঞাতি।

আপন অস্তিত্ব নিয়ে যায়
স্বার্থের দিকে।
তখনি স্বার্থপর জীবন
হয়ে যায় ফিকে।

তৈরী হয় জীবনে
অস্তিত্বের সংকট।
কী দিয়ে ভরবে বলো
জীবনের ঘট?

এই হলো মানুষ
আর মনুষ্যত্ব।
বিবেক বিক্রি করে
রচি নিজের অস্তিত্ব।

ঢাকা
০৩/০৬/১৮