(উৎসর্গ: নিপিড়ীত নিষ্পেষিত ফিলিস্তিনীদের)

হায়রে মুসলমান!
দিনে দিনে বাড়ে হৃদয়ের ভেদ ঐক্যের ব্যবধান।
দলে দলে আজ ভাগ হয়ে করো ফতোয়ার ফুলঝুরি,
হৃদয় খুলে দেখো একবার ঈমান হয়েছে চুরি।
ঐ চেয়ে দেখে ফিলিস্তিনে রক্তের হোলি খেলা,
অথচ তুমি তসবি টিপে কাটাও তোমার বেলা।
দেখোনা হে চেয়ে পৃথিবীর পথে মুসলিম আহাজারি,
কেনো তবে তুমি বসে বসে করো ফতোয়ার পায়চারি।
মেহরাব ছেড়ে উঠে এসো তুমি ছুটে এসো ময়দানে,
কঠোর কুঠার আঘাত হানো হে ঐক্যের ব্যবধানে।
এক পতাকার ছায়াতলে এসো মুসলিম সেনাদল,
বাড়াও তোমার হৃদয়ের তেজ বাড়ায় ঈমানী বল।
খালিদের মত তৈরী করো হে মুসলিম সেনাপতি,
বিশ্ব দেখুক মুসলমানের যুদ্ধের কেরামতি।
বাজাও ডঙ্কা জাগাও শঙ্কা অধর্ম অনাচারে,
আকসা আবার মুখরিত হোক তোমাদের পদভারে।
সমস্বরে চিত্কার করো আল্লহু আকবার,
এই ধ্বনিতেই মুখরিত হোক বিশ্বের চারিধার,
তোমাদের হাতে অর্পিত হোক জেরুজালেমের চাবি,
ওহে মুজাহিদ বীর সেনাদল এইটুকু মোর দাবি।

২ মার্চ ২৫
বোয়ার, সেন্ট্রাল আফ্রিকা