শোভাময় রাজনীতি,
দেশপ্রেম আছে অতি,
চেতনার গাই গীতি,
করি তার মাতামাতি,
গাড়ি বাড়ি রাতারাতি,
করি তাই রাজনীতি।
আমাদের কোষে কোষে,
দূর্নীতি গেছে মিশে,
ক্ষমতায় বসে বসে
খাই সব রসেকষে।
সরকারি প্রশাসন
ওরা খুব সৎ জন,
মন্ত্রী আমলা,
সততার গামলা,
যখন যা প্রয়োজন,
করে তার নবায়ন।
বিচারিক আদালত,
হাকিমের হেকমত,
যেইভাবে রাজা চায়,
সেইদিকে ঘুরে যায়।
হরিলুট হরিলুট
বলিনি তো কিছু ঝুট,
গায়ে পড়ে স্যুটবুট,
চলে এই হরিলুট!
মঞ্চের ভাষণে,
বসে রাজ আসনে,
মুখে বলে নীতিকথা,
মনে মনে কুটিলতা,
এই বড় জটিলতা,
রাজাদের অসততা।
তলে তলে আন্ধার,
আমাদের অন্তর,
কিম্ভূতকিমাকার,
দূর্নীতি দুরাচার,
চুরিধারী কারবার,
আসে তাই বারবার।
দেশ ভরা চাটুকার,
চাটাচাটি কারবার,
কারে বলি ভালো আর,
চারিদিকে বাটপার।
সুযোগের সন্ধানে,
বসে থাকে আনমনে,
সুযোগটা পেয়ে গেলে,
লেবাসটা দেয় ফেলে,
অকপটে অস্ফুটে,
খেতে চায় লুটেপুটে।
৩০ জানুয়ারি ২৫
বোয়ার, মধ্য আফ্রিকা