নিষ্ঠায় জয়
মঈন তাজ

নিজের মত নিজের কাজে
দেবে যখন মন,
তোমার কাজে বাগড়া দেবে
দুষ্টু মিষ্টি জন।

দুষ্টু জনের ফাঁদ পাতানো
মিষ্টি কথার ছল,
দেখবে তোমার বাড়া ভাতে
ঢেলে দেবে জল।

নানান জনের নানান কথায়
উঠবে নানান সুর,
দেখবে তুমি পথ ভুলে তাই
যাচ্ছ অনেক দূর।

আপন মনে নিজের মত
করতে হবে কাজ,
উদ্যমে তাই আনতে হবে
নিত্য নতুন সাজ।

লোকে যদি পাগল বলে
নেইকো তাতে ভয়,
নিষ্ঠা তোমায় এনে দেবে
সকল কাজের জয়।

ঢাকা
২৮/০২/২৪