নর নারী
মঈন তাজ

নরের চোখে নারী সুন্দর নারীর চোখে নর,
নর ও নারী মিলিয়া গড়িলো সুখের এ সংসার।

প্রেম মমতায় ঠাঁই করে নিলো একে অন্যের মনে,
জীবন বীণা উঠলো বেজে ভালবাসার গানে।

সুখ দুঃখে হলো  দু'জন একে অন্যের ভাগী,
জীবন দিতেও নেইকো দ্বিধা একে অন্যের লাগি।

নারীর প্রেমে সিক্ত যে নয় সে হলো বৈরাগী।,
নারীর প্রেমে নর মজিয়া হলো অনুরাগী।

নারীর কাছে পুরুষ যেমন অমূল্য সম্পদ,
নরের কাছে নারী তেমন পূর্ণিমার ঐ চাঁদ।

একে অন্যে মিলিয়া গড়িলো সুন্দর এই ধরা,
যৌবনের ঐ মাতাল প্রেমে হলো মাতুয়ারা।

ঢাকা
০২/০৬/১৯