মরে যাবি তুইরে পাগল
মঈন তাজ
মরে যাবি তুইরে পাগল
বাঁচবি না আর বেশি কাল।
কেন তুই মিছেই ভাবিস
সকাল আর বিকাল?
কেন তুই দুনিয়া নিয়ে
করিস কাড়াকাড়ি।
কেন তুই স্বার্থ নিয়ে
করিস মারামারি?
দু'পয়সা দাম দেবে না
বন্ধ হলে এ নিঃশ্বাস।
কেন তুই মিছেই করিস
দুনিয়া নিয়ে এ উচ্ছ্বাস?
কেন তুই মানুষকে রে
করিস অবহেলা?
কেন তুই হেলায় হেলায়
কাটাস জীবন বেলা?
ভাবিস না আর তুইরে পাগল
থাকবি ক'দিন এই ভবে।
একটু খানি হ হুসিয়ার
মরে যাবি তুই কবে।
যখন তুই যাবি মরে
থাকবে সাথে কি সম্বল।
থাকতে সময় করিস পাগল
একটু খানি নেক আমল।
ঢাকা
২৬/১২/১৭