মনুষ্য জানোয়ার
মঈন তাজ
আবেগের কাছে বিবেকের পরাজয়
দিনে দিনে বাড়ে সত্যের ক্ষয়।
প্রতিদিন রক্তে রঞ্জিত হয় পৃথিবীর বুক
ধ্বংস হয় শহর আর লোকালয়।
এ যেন এক অমানুষের তান্ডব লিলা
যারা গ্রাস করে মানুষের মনুষ্যত্ব।
যারা অসত্য দিয়ে গিলে খেতে চায়
চিরন্তন মহা সত্য।
যারা রুদ্ধ করে বিবেকের দ্বার
মানুষ আর মানবতা নিয়ে করে অহংকার।
ওরা কারা যারা পায়ে দোলে শত মানুষের লাশ
মানবতাবাদী বলে ছাড়ে হুঙ্কার।
ন্যায়ের দন্ড হাতে নিয়ে সভ্যতাকে চাপা দিয়ে
যেন রক্তের হুলি খেলা।
নিত্য নতুন ফাঁদ পেতে মানুষকে বলী দিতে
চলে শান্তি শান্তি খেলা।
চলে নিরস্ত্রীকরন বৈঠক নেতাদের মহা মিলন
চলে শান্তি সম্মেলন।
এসবের কি পেলো মানুষ কি হলো এর প্রতিদান
কেনই বা এই আয়োজন?
মানুষের চোখে ধুলো দিয়ে শান্তির নামে আগ্রাসী হয়ে
বাড়ে অস্ত্রের ভান্ডার।
মানুষের বুকে গুলি মেরে সভ্যতাকে বলী দিয়ে
দিনে দিনে বাড়ে মনুষ্য জানোয়ার।
ঢাকা
১৭/০৬/১৮