মন ভালো নেই ভাল্লাগেনা
একলা পথে হাঁটা,
তুমি ছাড়া হয় কি বাছা
ইলিশ মাছের কাটা?

কোরাল মাছের বারবিকিউ আর
চিংড়ি মালাইকারি,
বেগুন ভাজা চচ্চড়ি আর
হয় না রকমারি।

ধনে পাতার চাটনি দিয়ে
গরম কালাই রুটি,
আঁচার মাখা পেঁয়াজ ভর্তা
কবেই গেছে ছুটি।

পায়েস পিঠা পাটিসাপ্টা
লুচি ভরা থালি,
ভর্তা ভাজি ডালের বাটি
হয় না এখন খালি।

বিকেল বেলা চায়ের কাপে
মন বসেনা মোটে,
ওসব দেখে মনের ভেতর
কত কথাই ফোটে।

নিঝুম রাতে ঘুম আসেনা
একলা বিছানাতে,
তোমার কথা খুব মনে হয়
জোছনা ভেজা রাতে।

ডাইনিংয়ে আর ভাল্লাগেনা
একলা খাবার খেতে,
আমার ভিষণ ইচ্ছে করে
তোমায় কাছে পেতে।

ভাল্লাগেনা মন ভালো নেই
মনের বাগান খালি,
কোথায় তুমি আসবে কবে
মন বাগানের মালি।

একলা বসি বারান্দাতে
তোমার অপেক্ষাতে,
তোমার কাথাই মনে আসে
নানান অজুহাতে।

১৬ নভেম্বর ২৪
বাঙ্গী, মধ্য আফ্রিকা