মন মহামতি
মঈন তাজ

কোন্ সুখে মন পুড়ে কোন্ সুখে দেহ,
কোন্ সুখে উদাসীনী হয় কেহ কেহ।
কোন্ সুখে ঘর ছেড়ে পরবাসে যায়,
উদাসীনী কত মন কাঁদে নিরালায়।

কার কথা ভেবে চায় জানালার ফাঁকে,
আনমনে কারে খুঁজি তটিনীর বাঁকে।
মাঝে মাঝে চেয়ে থাকি আকাশের দিকে,
শরতের এতো রঙ লাগে সব ফিকে।

কোন্ শাপে পুড়ে যায় রঙিন স্বপন,
অভিমানে ভিজে যায় উদাসী নয়ন।
জানিনাতো পুড়া মন কত কথা ভাবে,
মাঝে মাঝে ভেসে যায় সুখ সয়লাবে।

মাঝে মাঝে ভালো লাগে তারা ভরা রাত,
তার চেয়ে ভালো লাগে শিশির প্রভাত।
গুন্ গুনে গেয়ে উঠি জীবনের গান,
পাখিদের কলধ্বনি জুড়ায় পরান।

নদী দেখে ভেঙ্গে যায় শত অভিমান,
মাঠের সবুজে মন করে আনচান।
এলোমেলো বয়ে যায় উদাসী বাতাস,
বুক ভরে নিয়ে নেয় জীবনের শ্বাস।

প্রকৃতির কাছে পায় জীবনের গতি,
মুছে ফেলি মন থেকে যত ভীমরতি।
সতেজতা বয়ে আনে  মন মহামতি,
অন্ধ নয়নে ফের ফিরে পায় জ্যোতি।

যশোর
০১/০৯/২১