বাংলা আমার প্রাণের ভাষা
এই ভাষাতে কাঁদা হাসা
বলি মনের কথা
বাংলা আমার মায়ের বুলি
এই ভাষাতে দুঃখ ভুলি
জুড়ায় মনের ব্যাথা।
এই ভাষাতে শিশু দুলে
গল্প শুনে কান্না ভুলে
ঘুমাই মায়ের কোলে
রক্ত কত গেলো ঝরে
বায়ান্নতে ভাষার তরে
আপন মায়ের বোলে।
যশোর
২১/১২/১৯