মানবতার হাত
মঈন তাজ
মানবতা ভরা সব মানুষের হাত
আমি তাই দেখি আজ নতুন প্রভাত।
বানভাসি মানুষের সহায়তা দানে
বেদনার বাঁশি আজ বাজে সব প্রাণে।
কতশত জন তাই ত্রাণ নিয়ে ছুটে,
সহায়তা পেয়ে কিছু দুর্ভোগ টুটে।
মানুষের চোখে মুখে বিষাদের জল,
ভালোবাসা দিয়ে যদি হয় নির্মল।
কোটি জনতার হাত হয়েছে একক,
মানুষের মানবতা দেখো অপলক।
একের কষ্ট যদি অন্যের হয়,
দুর্দশা দুর্ভোগ যাবে নিশ্চয়।
মানুষ কখনো যদি হয় অসহায়,
মানুষের পাশে এসে মানুষ দাঁড়ায়।
জাগ্রত হোক মনে মানবতা বোধ,
মন থেকে দূর হোক সব অবরোধ।
বাঁচার আকুতি নিয়ে কাঁদে কত প্রাণ,
প্রাণের নিশানা বুঝি হয়ে যায় ম্লান।
বিপন্ন মানবতা বাঁচাতেই হবে,
কাঁধে কাঁধ হাতে হাত দেরি নয় তবে।
০৮ ভাদ্র ১৪৩১,শুক্র
২৩ আগস্ট ২০২৪
বোয়ার, মধ্য আফ্রিকা