মানব তুমি শ্রেষ্ঠ
মঈন তাজ
মানুষ তোমার বিবেক আছে বুদ্ধি আছে শত,
তুমি কেনো হবে বলো হিংস্র পশুর মত?
কেনো তুমি অসৎ কাজের হবে অধিপতি?
কেনো তুমি জেনে বুঝে করবে পরের ক্ষতি?
নোংরা কাজে লিপ্ত হয়ে কেনো হবে ঘৃণ্য?
সব সৃষ্টির সেরা তুমি সবার কাছেই মান্য।
পশু পাখি গাছগাছালি সবি তোমার তরে,
সব দ্বায়িত্ব দিলেন মালিক তোমার মাথার পরে।
হিংস্র পশু সে করে কি স্বজাতিদের ক্ষতি?
মানুষ হয়ে কেনো তুমি হিংস্র হলে অতি!
মানুষ হয়ে মানুষ মেরে উল্লাসে যাও মেতে,
এমন হেন ঘৃণ্য কাজে কষ্ট হয় না তাতে?
দেখনা কি বনের মাঝে হিংস্র পশু কত?
স্বজাতিকে কেউ কখনো করেনা বিক্ষত।
মানুষকে যে মানুষ ভেবে করেনা সম্মান,
আপন হাতে বয়ে আনে নিজের অকল্যান।
অন্ধকার ঐ কালো রাতে করে খারাপ কাজ,
ঐ ঘৃন্য কথা ভেবে মনে লাগেনা কি লাজ?
সামান্য ঐ মোহ লোভে আপন করে পর,
মানব তখন দানব সেজে ভাঙ্গে সুখের ঘর।
ভোগ বিলাসে মেতে দিলে বিবেক বিসর্জন,
শূন্য রবে পূণ্য খাতা পাপ হবে অর্জন।
পবিত্র এই হৃদয় থেকে বিদ্বেষ দাও মুছে,
দেখবে তুমি মানব প্রেমে শান্তি কত আছে।
লাভ কি বলো হিংসা করে পরের ক্ষতি করে,
দুদিনের এই দুনিয়া ছেড়ে যাবে সবাই মরে।
অহিংস এই হৃদয় নিয়ে থাকো যদি বেঁচে,
খুবই সুখে কাটবে জীবন বলিনি ভাই মিছে।
মরার পরে আজাব থেকে পাবে পরিত্রাণ,
রোজ হাশরে পাবে তুমি সুউচ্চ সম্মান।
বিবেক বুদ্ধি দিলেন খোদা দিলেন স্বাধীনতা,
সংবিধানে বলে দিলেন সরল পথের কথা।
সৃষ্টি কুলের মাঝে হলে মানব তুমি শ্রেষ্ঠ,
এই সম্মান পেয়েও তুমি কেন হবে নষ্ট?
ঢাকা
১৯/০৫/১৯