মাধবপুরে লেকের ধারে আমরা ক'জন এলাম ঘুরে,
সবুজ ঘেরা পাহাড় চূড়া লেকটা ছিলো খুব আদুরে।
বামে ডানে চা বাগানে সবুজ পাতার প্রেমের টানে,
নীল আকাশে মনটা ভাসে মুখর ছিলো পাখির গানে।
লেকের ধারে তার পাহাড়ে কী শোভা তার রূপ আহারে!
কী যে শুধা মনের ক্ষুধা কেমনে মিটে বলবো কারে।
বলবো কারে ঐ পাহাড়ে একটু নেমে ঢালের ধারে,
বসে ছিলো যুগল তারা আত্মহারা প্রেমের ভারে।
শাড়ির আঁচল চোখের কাজল মিষ্টি হাসি ঠোঁটের কোণে,
হাসির তোড়ে কষ্ট হারে সুখ ছিলো ঐ যুগল মনে।
আলগা চুলে সেলফি তুলে ভরতেছিলো ফোন মেমোরি,
নেই হাহুতাশ হালকা বাতাস খেলতেছিলো প্রেম লহরি।
লেকের জলে শাপলা ফুলে ভাসতেছিলো কুড়ি মেলে,
ফুল ছিঁড়ে তার করলো যে হার একটি মেয়ে একটি ছেলে।
লাল শাড়ি তার রূপের বাহার অঙ্গ দুলে প্রেমের তালে,
জলে ধোয়া হাতের ছোঁয়া তুলতুলে ঐ নরম গালে।
প্রাচুর্যতা অনন্যতা সমস্ত এই বিশ্বজুড়ে,
মানুষ তাহার মনের আহার মেটায় এ-সব জগত পুরে।
তারিফ করি মনটা ভরি প্রসংশা ঐ খোদার তরে,
যাঁর ইশারায় বসুন্ধরায় সৃষ্টি সুধা দিগন্তরে।
ধীরে ধীরে পাহাড় জুড়ে আসলো যখন সন্ধ্যা নেমে,
সবুজ ঘেরা রূপ চেহারা ডুবলো যেনো রাতের প্রেমে।
আপন নীড়ে এলাম ফিরে আমরা ক'জন বন্ধু স্বজন,
খুব মজাদার নয় কদাকার ঘোরাঘুরির এই আয়োজন।
০৫/১১/২২
শমশেরনগর নগর