দোস্যু ডাকাত বর্গি বৃটিশ সবাই গেছে লুটে,
যে যার মত খেয়ে গেছে বাংলা চেটেপুটে।
ওসব এখন হার মেনেছে অতীত গেছে কেটে,
নব্য লুটের বিত্ত দেখে পিত্ত গেলো ফেটে।
নেই তো মুখে ভাষা আমার কী আর বলার আছে
দেশটা লুটে বিক্রি করে ভিনদেশীদের কাছে।
দেশ যদি হয় মায়ের মত জারজ কি নয় তারা,
আপন মাকে দাস বানিয়ে বিক্রি করে যারা।
কোন্ বিশেষণ দেবো তাদের পাইনা ভেবে কিছু,
বীর বাঙালি দস্যু ডাকাত শুনেই মাথা নিচু।
সাগরচুরি পুকুরচুরি নেই বিশেষণ আর তো,
খুব সহজেই চোরের নোবেল জিতেই নিতে পারতো।
দেশ মাতাকে নেংটা করে উল্লাসে হয় মত্ত
স্বদেশ প্রেমীর তকমা আবার তাদের গলায় দত্ত।
চোর গুলো সব সাধু সেজে তশবী হাতে গোনে
এই সাধুদের থুথু দিতেও ঘেন্না জাগে মনে।
হায়রে তুমি স্বদেশ প্রেমী হায়রে জননেতা,
এই কি ছিলো শপথ তোমার এই কি ছিল কথা?
কৃষক শ্রমিক মজুর মুটের রক্ত খাবে চুষে,
নিঃস্ব ফকির মিসকিনেরও সব নিয়ে যাও শেষে।
০৪ আশ্বিন ১৪৩১,বৃহ
১৯ সেপ্টেম্বর ২০২৪
বোয়ার, মধ্য আফ্রিকা