কিসের এতো অহংকার
কিসের অহমিকা,
জীবন প্রদীপ নিভে গেলে
সবিই হবে ফাঁকা।
অন্ধকারে ভরে যাবে
তোমার দেহ ঘর,
যারা তোমার ছিল আপন
তারা হবে পর।
অর্থ বিত্ত প্রভাব খ্যাতি
কত নাম যশ,
পরান পাখি উড়ে গেলে
হবে সর্বনাশ
কবর ঘরে রেখে দেবে
তোমার নিথর দেহ,
সবাই তোমায় যাবে ভুলে
খোঁজ নেবে না কেহ।
এই দুনিয়ায় যতই তুমি
থেক পরিপাটি,
মাটির দেহ মাটির সাথে
মিশে হবে মাটি।
নশ্বর এই ধরাধামে
কিসের অহংকার?
চক্ষু দুটি বন্ধ হলে
কি হবে তোমার?
মাটির মত খাঁটি হও
এই ধরাধামে,
অহংকার ত্যাগ কর
আল্লাহর নামে
অহংকার হলো ভাই
পতনের মূল,
কভু যেন নাহি করি
শয়তানি ভুল।
ঢাকা
১৭/০৮/১৭