আকাশ দেখি জোছনা মাখি
মনে জাগে সুখ,
সবার চেয়ে ভালো লাগে
দেখে তোমার মুখ।

অরুণ হাসি হয়না বাসি
আঁধার করে দূর,
খুকীর হাসি ভালোবাসি  
শান্তি সুমধুর।  

বৃষ্টি দিনে দৃষ্টি কাড়ে
ভেজা কদম ফুল,
আমার নজর আটকে ধরে
খুকীর কোমল চুল।

কচি মুখের মিষ্টি ভাষা
আধো আধো বোল,
কথায় কথায় বাড়ায় কথা
গালে হাসির টোল।

কচি মনে ক্ষণে ক্ষণে
প্রশ্ন জাগে খুব,
অনেক কথার ফুলঝুরিতে
দেয় সে জ্ঞানের ডুব।

০৮ নভেম্বর ২৪
বাঙ্গী, মধ্য আফ্রিকা