ক্ষুধা
মঈন তাজ

পেটের জ্বালা কি যে
অন্নহীনে বুঝে!
তাইতো হাভাত পেটের জ্বালায়
অন্ন বেড়ায় খুঁজে।

যার পেটে নেই ক্ষুধা
এই জগতের সুধা
সেইতো করে ভোগ!
অন্ন বিনে নিঃস্ব জনে
পায়না কভু শান্তি মনে
বাড়ে দেহের রোগ।

দাও দুমুঠো খাবার তাদের
তোমরা সুখীজন,
অন্নহীনের মাঝে করো
সুখের বিতরণ।

ঢাকা
২৯/০৫/২৪