খোশ আমদেদ মাহে রমজান
          মঈন তাজ

খোশ আমদেদ মাহে রমজান,
খুশিতে নেচে উঠে মুমিনের প্রাণ।
মুমিনের প্রাণে বাজে শান্তির গান,
শিকলে বাঁধা হবে যত শয়তান।
রহমত বরকত আছে অফুরান,
খোশ আমদেদ মাহে রমজান।
মুমিন বান্দা হাসে কাঁদে শয়তান,
খুশির বার্তা নিয়ে এলো রমজান।
ছুটে আয় পাপী তাপী ওহে গুনাহগার,
আজ থেকে খুলে গেছে রহমত দ্বার।
নিজ হাতে দেবে খোদা এর প্রতিদান,
রোজাদার পাবে এক মহা সম্মান।
রহমত বরকত নাজাতের মাস,
পাপীতাপী গুনাহগার হবে না নিরাশ।
এসো হে গুনাহগার যত আছে পাপ,
খোদাতায়ালা সব কিছু করে দেবে মাফ।
পবিত্র খোদা তায়ালা কত দয়াবান,
তোমারে আমারে দিলো মাহে রমজান।
প্রশংসা করি খোদা তব গুনগান,
মাফ করে দিও তুমি হে চির মহান।
রোজ কিয়ামতে দিও নেক প্রতিদান,
খোশ আমদেদ মাহে রমজান।

ঢাকা
১৭/০৫/১৮