কেন এই ক্রন্দন
মঈন তাজ

তুমি তো অনেক ভাগ্যবতী
তব কেন এই ক্রন্দন?
কোন আবেগে হৃদয়ে জাগে
বিরহের জ্বালাতন।

হয়তো হারিয়ে অনেক কিছু
তবু তো পেয়েছ কিছু
নিঃস্ব যে জন নেই কিছু যার
তার চেয়ে তুমি উঁচু।

চাওয়া পাওয়ার শেষ নেই সখি
নেই তার সীমারেখা,
অনেক কিছুর মালিক যারা
তাঁদেরও দেখেছি ভূখা।

হাহুতাশ করে লাভ কি বলো
আসবে সুখের দিন,
সুখের চাদরে মায়ার মাদুরে
দুঃখ হবে লীন।

কিঞ্চিৎ কোন লাভ নেই সখি
ব্যথার স্মৃতি জপে,
সুখ গুলো সব নষ্ট হবে
পুরনো অভিশাপে।

পড়ে থাক যত কষ্ট ব্যথা
দেয়ালের ঐ পাড়ে,
আছে যত বুকে সুখের স্মৃতি
বেঁধে নাও মনোডোরে।

মাটি চাপা দাও আছে যত মনে
কষ্টের ইতিহাস,
অনেক শান্তি পাবে মনে তুমি
এই রেখ বিশ্বাস।

বন্ধ হবে আছে যত বুকে
হতাশার নিঃশ্বাস,
সুখের আবেশে ভরে যাবে বুক
এই রেখ মনে আশ।

যতই করিবে হাহুতাশ সখি
ততই বাড়িবে জ্বালা,
ব্যথা ভরা দিলে বাড়বে ততই
জীবনের অবহেলা।

তাই বলি সখি মনের ঘরে
সুখের প্রদীপ জ্বেলে,
বেঁচে থেকো এই জীবন নিয়ে।
হেসে গেয়ে নেচে খেলে।

ঢাকা
১৪/০৫/১৯