চারিদিকে শুনি বিজয়ের ধ্বনি বিজয়ের উল্লাস,
মিছিলে মিছিলে উদ্যত হাত বিজয়ের উচ্ছ্বাস।
আনন্দ আর উল্লাসে আজ হৃদয় কম্পমান,
রাজপথে দেখো ছাত্র জনতা গাহে বিজয়ের গান।
রক্ত দেখে মৃত্যুর শোকে হয়নি মূহ্যমান,
বিজয় মিছিলে রাজপথে দেখি সত্যের উত্থান
হৃদয়ের যত বন্ধ দুয়ার আজকে গিয়েছে খুলে,
বিজয় মিছিলে জনসমুদ্র উঠে তাই ফুলে ফুলে।
বুকের ভিতরে বিজয়ের ঘ্রাণ মাতামাতি করে ঢুকে,
সত্য স্বাধীন চির জাগ্রত মিথ্যা গিয়েছে চুকে।
বীর বাঙালি হয়নি কখনো অত্যাচারীর দাস,
রক্ত দিয়েই রচিত হয়েছে বিজয়ের ইতিহাস।
যত দাম্ভিক অত্যাচারী উদ্ধত যত রাজা,
ইতিহাস বলে যুগে যুগে তার হয়েছে করুণ সাজা।
এই বাংলায় অত্যাচারীর হয়নি কখনো ঠাঁই,
জনতার পায়ে দলিত হয়েছে ইতিহাস বলে তাই।
তারুণ্য যদি জাগ্রত হয় নেই তার পিছুটান,
টগবগে ঐ তরুণের হাতে আসে বিজয়ের বান।
যেখানে জাগেছে ছাত্র সমাজ রাখবে কে আর ধরে?
বিজয়ের বাণী দেয় হাতছানি কড়া নাড়ে দোরে দোরে।
বুলেটের ভয়ে তারুণ্য কভু হয়নি কম্পমান,
বুকের তাজা রক্তে ন্যায়ের দীপ্তি বিদ্যমান।
রক্তস্নাত তারুণ্য আজ আবার এনেছে জয়,
জয়োল্লাসে রাজপথে তাই নেই আর কোনো ভয়।
আকাশে বাতাসে কম্পিত হয় জয়োল্লাসের গান,
চির উন্নত তারুণ্য আজ জাগ্রত মহাপ্রাণ।
সত্য কখনো হয়না মলিন হয়নি কখনো ক্ষয়,
মহাকাল বলে সত্যের জয় হবেই সুনিশ্চয়।
ইতিহাস হয় আবর্তিত সময়ের বাঁকে বাঁকে,
যত অন্যায় কালে কালে সব ইতিহাস হয়ে থাকে।।
০৫/০৮/২৪
বুয়ার,মধ্য আফ্রিকা