চাঁদখানা ডুবে গেছে রাতখানা কালো,
ঐ দূরে দেখা যায় মিটিমিটি আলো।
মাঝে মাঝে আলো গুলো জ্বলে আর নেভে,
কিসের যে আলো গুলো পায়না তা ভেবে।
জ্বলে জ্বলে উড়ে যায় দেখে লাগে ভালো,
কাছে গিয়ে দেখি এ তো জোনাকির আলো!
ভুলে গেছি কবে সেই হয়েছিল দেখা,
বাঁশ ঝাড়ে জ্বলে উঠা জোনাকির পোকা।
ঝোপঝাড় নেই আর আগের মতন,
জোনাকিপোকার তাই হয়েছে পতন।
ঝোপঝাড়ে জোনাকিরা ছিলো সীমাহীন,
প্রকৃতির পরিহাসে হয়েছে বিলীন।

ঢাকা
০২/০৮/১৯