জানতে হলে পড়তে হবে
মঈন তাজ
অনেক কিছু জানার আছে
নেইতো জানার শেষ
বেশি বেশি পড়লে পারে
বাড়বে জ্ঞানের দেশ।
জ্ঞানের জ্ঞানী মানের মানী
হতে যদি চাও
পড়ালেখা করার তরে
পাঠশালাতে যাও।
জানতে হলে পড়তে হবে
শিখতে যদি চাও
জ্ঞানের জন্য কষ্ট হলেও
সুদূর দেশে যাও।
জ্ঞানের আধার বইপত্র কে
আপন করে লও
শিক্ষা নিয়ে সত্যিকারের
মানুষ তুমি হও।
জানতে হবে বুঝতে হবে
সত্য সঠিক জ্ঞান
তোমার জ্ঞানই মানব জাতির
করবে সুকল্যাণ।
যশোর
৩১/০১/২০