জান্নাতি সুঘ্রাণ।
মঈন তাজ
পুণ্যের যত দরজা খুলে
এসেছিলো রমজান,
বন্ধ করেছে আজ সে দুয়ার
ঈদের নতুন চান।
মুমিন যে জন করলো সে জন
শ্রেষ্ঠ সুধা পান,
ইহকাল আর পরকালে
তৃপ্ত হলো প্রাণ।
বেহেশতি এই সরাব দিয়ে
বিদায় নিলো সে,
আসল মুমিন সেই তো রোজার
সরাব পিয়েছে।
হাজার মাসের পুণ্য রাত্রি
করেছেন তিনি দান,
সৃষ্টিকর্তা মহান মালিক
বড়ই মেহেরবান
মহান রবের অশেষ কৃপা
পবিত্র এই মাস,
সকল পাপের করবেন ক্ষমা
দিয়েছেন আশ্বাস।
রহমতের ঐ জোয়ার জলে
ভাসলো সকল প্রাণ,
প্রাণে প্রাণে দিয়ে গেলো
জান্নাতি সুঘ্রাণ।
যশোর
২৫/০৫/২০