যারা নিঃসংকোচে করে বঙ্গবন্ধুর অপমান,
তারা কি এদেশের সন্তান?
তারা কি এদেশের মুক্ত বাতাসে নিচ্ছে শ্বাস
মাটি ও মানুষের সাথে মিশে?
বিশ্বাস করি কিসে?
তাদের কর্মকান্ডে বুক ভরে যাই বিষে!

ওহে কুলাঙ্গার ভেবে কী দেখেছো একবার
কার গায়ে মারো লাথি?
অপমান করো কারে?
যার ডাকে দিয়ে সাড়া হয়ে সব আত্মাহারা
নিয়ে এলো স্বাধীনতা
অপমান করো তাঁরে!
যার অবদানে আমরা পেয়েছি স্বাধীন মাতৃভূমি
তাঁর গায়ে মারো লাথি
তাঁরে অপমান করো তুমি!
ছিঃ ছিঃ ছিঃ ভেবেতো পাইনা আমি!
জাত ও জাতির অপমানে এ কোন্ নোংরামি।
এ কোন্ হীনমন্যতা
এ কেমন জঘন্যতা
তাদের তরে রেখে যাই আমি বুক ভরা ঘৃণ্যতা।
যারা বুঝেনা জাতির সম্মান
যারা করে বঙ্গবন্ধুর অপমান
কালে কালে তারা বয়ে আনে বিভেদ অকল্যাণ।

দলমত বুঝিনা আমি
বুঝিনা কার কী মতি,
আমি শুধু জানি বঙ্গবন্ধু বাংলার স্থপতি।
আমরা কিভাবে তাঁর অপমান সহ্য করতে পারি?
আমি শুধু জানি
বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির দিশারি।
বাঙালি জাতির ইতিহাসে যিনি চিরকাল অম্লান,
দল ও মতের উর্দ্ধে ওঠে করি তাঁকে সম্মান।
দলাদলি নয় মূলামুলি নয় তিনিই বঙ্গবন্ধু,
দেশ ও জাতির ভালোবাসা তাঁকে করেছে বিশাল সিন্ধু।
এই আহ্বান করি,
বিভেদের ভেদ ভুলে গিয়ে সবে সোনার বাংলা গড়ি।

০৭/০৮/২৪
বুয়ার,মধ্য আফ্রিকা