তারা ফিরে এলো আয়নাঘর হতে,
কেউ কেউ এলো ডিবি টর্চার সেল থেকে,
মহান রবের ক্রিপায় পূনর্জন্ম হলো তাদের।
চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ
তারপর তারা বর্ণনা করলেন
ইন্টারোগেশন সেলের
অন্ধকার ইতিহাস
চোখ বেঁধে নির্মম নির্যাতন,
নির্দয়তা এবং নির্মমতার কথা।
অকথ্য ভাষায় গালাগালি,
উল্টো ঝুলিয়ে পেটানো,
গরম ডিম,ইলেকট্রিক শক,ওয়াটার থেরাপি,আঙ্গুলের নকে সূচ ফুটানো,
গিঁটে গিঁটে পেটানো, ইত্যাদি ইত্যাদি,
ভিন্ন ভিন্ন কায়দায় বিভৎস অত্যাচার এবং অনৈতিক আচারণের।

যারা অত্যাচারের আবরণে হারিয়ে গেছে
এখনো যাদের খোঁজ মেলেনি
তাদের স্বজনের চোখে বেদনার জল।
তারা এখনো খুঁজে ফেরে
স্বজনের লাশ,হাড়গোড়
অথবা কবরের চিহ্ন।

আমরা শুনলাম
বিভীষিকা ও ট্রমার কথা,
কান্না ও চোখের জলের ইতিহাস,
বিভৎস করুণ দীর্ঘশ্বাস
আত্মার আকুতি এবং আর্তনাদ।
অতঃপর তা লিপিবদ্ধ হলো
মানুষের হৃদয়ে হৃদয়ে।

২৬ শ্রাবণ ১৪৩১
১১ আগস্ট ২০২৪
বোয়ার,মধ্য আফ্রিকা