বর্বরতার কালো আঁধার
গিলছে মনের আলো
দিনে দিনে গিলছে মানুষ
নৃশংসতার কালো।
মানুষ দেখে মানুষ এখন
থাকে সদাই ভয়ে
মানুষ এখন হিংস্র অনেক
বনের পশুর চেয়ে।
বনের পশু হিংস্র কত
যায় অনুভব করা
জ্ঞানের পশু হিংস্র কত
যায়না কভু ধরা।
হায়রে মানুষ এতই বেহুঁশ
ভাবতে ঘৃণা লাগে
নির্মমতার এত যে রূপ
দেখিনিতো আগে।
জগতের এই নিষ্ঠুরতায়
কাঁদে বনের প্রাণী
হাসে শয়তান দূরে বসে
আমরা কি তা জানি?
যশোর
০৯/১০/১৯