হাসি বৃত্তান্ত
মঈন তাজ

সব হাসিতো নয়তো হাসি
হাসির মাঝে কষ্ট থাকে,
অনেক মুখের মলিন হাসি
দুঃখ ব্যথার ছবি আঁকে।

মিষ্টি ঠোঁটের অনেক হাসি
ভালোবাসার কথা বলে,
শিশুর মুখে দেখলে হাসি
বুকের সকল পাষাণ গলে।

কতক মুখের হাসি দেখে
বুঝবে সেতো অনেক সুখী,
সকল ব্যথা গোপন রেখে
মুখটা দেখায় সূর্যমুখী।

উপহাসের কতক হাসি
অনেক মুখে যায় সে দেখা,
পরিহাসের সেই হাসিতে
অনেক কিছুই আছে শেখা।

কুটচালের অনেক হাসি
মুখ দেখে তা যায়না বোঝা,
খুব গোপনে শেকড় কাটে
দেখায় যেনো অনেক সোজা।

অনেক জনের মুখে পাবে
কষ্ট ভুলা অট্টহাসি,
মন ভুলানো মুচকি হাসি
আমরা সবাই ভালোবাসি।

অনাহারীর মুখে যখন
একটু ভোগের খোরাক জুটে,
কি অনাবিল সুখে তাহার
বিশুদ্ধ এক হাসি ফুঁটে।

অমল সুখের কোমল হাসি
পাবে তুমি শিশুর মুখে,
কষ্ট চাপা বোবা হাসি
আছে সকল বুকে বুকে।

যশোর
২৪/০১/২১