একুশ ভাইয়ের রক্তে রাঙা
একুশ মনের শক্তি,
বাংলা ভাষার দীপ্ত প্রতীক
মাতৃভাষার ভক্তি।
একুশ আমার রক্তে আছে
একুশ আছে প্রাণে,
একুশ যেনো মিশে আছে
আমার মায়ের ঘ্রাণে।
একুশ আছে বাংলা ভাষার
আদর মাখা গানে।
বাংলা ভাষার মোহ মায়া
আমার হৃদয় টানে।
প্রভাতফেরীর গানে গানে
অরুণ রবি উঠে,
একুশ তোমার চেতনাতে
রক্ত গোলাপ ফুটে।
একুশ তুমি মিশে আছ
আমার অহংকারে,
একুশ আছে একুশ রবে
দীপ্ত অঙ্গীকারে।
২১ ফেব্রুয়ারী ২৫
বোসামবেলে, মধ্য আফ্রিকা