একলা একা জাগি
মঈন তাজ
ঘুম না আসে চোখের কোণে
মধ্যরাতে জাগি,
একলা একা জেগে থাকি
হয়না কেহ ভাগি।
ভাবনা গুলো এলোমেলো
ঘুরে মনের কোণে,
মন পাখিটা উড়ে বেড়ায়
কোন্ সুদূরের বনে।
বুকের মাঝে অস্থিরতা
সুখ কেমনে ধরি,
সুখের স্বপন দেখি তবু
ভাসায় দুখের তরি।
এমনি করে রাত কেটে যায়
ফুটে ভোরের আলো,
ভুবন ভরা এতো আলো
তবু দেখি কালো।
যশোর
০৫/০৭/২০