অস্তিত্বের অস্বীকার
ধিক্কার ধিক্কার,
এ নয় হে মোর অঙ্গীকার
এ নয় মোদের অহংকার
হিংস্র মনের বিভৎস চিৎকার
ধিক্কার ধিক্কার।

সত্যনিষ্ঠ ইতিহাস
লিখে রাখে সব পরিহাস
লিখে রাখে আলো অন্ধকার
জঘন্য  যত বলাৎকার
ধিক্কার ধিক্কার।

দেশ জাতি ধর্ম বর্ণ
নয় ভেদাভেদ হোক অভিন্ন
যারা করে এই বিভেদের ভেদ
যারা মাখে নোংরা ঘৃণ্য ক্লেদ
তারা অজাত কুলাঙ্গার
ধিক্কার ধিক্কার।

১৮ অক্টোবর ২০২৪
বাঙ্গী, মধ্য আফ্রিকা