ধিক্কার ওরে ধিক্কার তোরে ঘৃণ্য পশুর দল,
ঘৃণ্যরে তুই জঘন্য তুই কি আর বলি বল্।
বুকের ভেতর আতঙ্ক আজ মুখের ভাষা নাই,
ওরে পশু নরপশু অধম বলি তাই।
লজ্জা বড় লজ্জারে তুই ওরে নরক কীট,
ওরে ধর্ষক ওরে প্রতারক রাবিশ ইস্টুপিট।
এই পশুদের শাস্তি বড় কঠোর কঠিন হোক,
ঘৃণ্য কাজের শাস্তি কেমন দেখুক সর্বলোক।
শিশ্নতে দে গরম শিশা পাথর দিয়ে মার্,
পাথর ঘাতে ঘৃণ্য পশুর জীবনকে কর্ ছার।
কুত্তা দিয়ে দে খাইয়ে ওসব পশুর লাশ,
দেখুক জগত ওসব কাজের কেমন পরিহাস।
পাথর মেরে দাও উড়িয়ে ধর্ষকের ঐ শির,
না হয় মারো জঘণ্য ঐ বুকের মাঝে তীর।
এই জানোয়ার ধর্ষকেরা এই সমাজের কেউ,
নয়তো মানুষ পশু ওরা শূকর কুকুর ফেউ।

০৮ ফেব্রুয়ারী ২৫
বোয়ার, সেন্ট্রাল আফ্রিকা