বিবেকের দ্বারে জঙধরা তালা
কবে থেকে আছে বন্ধ,
মানবতা চোখ জ্যোতি গেছে তার
বোধের হৃদয় অন্ধ।
সাধুর চেয়েও সাধনায় পাকা
চোর বলি কারে আজকে,
ঘটিবাটি চোরা,চোর তারা নয়
চোখ মেলে দেখো রাজকে।
হরণ করিয়া মানুষের হক
উদর করেছে পূর্তি
বিলাস বাসনা আনন্দ গান
ভোগে জাগে মহা ফুর্তি।
ভাবনা কি আর কার অধিকার
আমার পেট তো ভর্তি,
অনাহারী থাক্ না খেয়ে মরুক
কেবা শোনে কার আর্তি।
জগতের সব বড় বড় চোর
আমোদে প্রমোদে মত্ত,
ছিচকে চোরের ফাঁসির মঞ্চ
সাজে দেখা যায় নিত্য।
০৪ আশ্বিন ১৪৩১,বৃহ
১৯ সেপ্টেম্বর ২০২৪
বোয়ার, মধ্য আফ্রিকা