বৃক্ষ
মঈন তাজ

বৃক্ষ পরম বন্ধু সবার মন ভরে যায় সবুজ বনে,
তার ছায়াতে বসে পথিক ক্লান্তি নাশে আপন মনে।
গাছের ডালে পাখির বাসা নিত্য সেথায় যাওয়া আসা
আনন্দে গান গেয়ে পাখি দূর করে দেয় মন হতাশা।

সুবাস ভরা গন্ধ ফুলে মৌমাছিরা বেড়ায় দুলে
আকুল করা পুষ্পশোভা হৃদয় ভরা জোয়ার তুলে।
আদর মাখা সবুজ শাখা রূপের বাহার বৃষ্টি দিনে,
শীতল বায়ু প্রাণের আয়ু বাড়ে কী তা বৃক্ষ বিনে?

মিষ্টি ফলে মনটা গলে হৃদয় যেনো যায় হারিয়ে,
নেই ভনিতা বৃক্ষলতা দু'হাত যেনো দেয় বাড়িয়ে।
সুন্দর মন সুস্থ জীবন  ফলফলাদির গুনা গুনে,
নিঃসন্দেহ সুস্থ দেহ বৃক্ষরাজির আমন্ত্রণে।

মন রাঙিয়ে গাছ লাগিয়ে শীতল করি এই ধরাতল,
উষ্ণ বাতাস করুক হুতাশ হোক পরিবেশ সিক্ত সজল।
গন্ধভরা ফুলের ঘ্রাণে মনটা যেনো সবার টানে,
যায় হারিয়ে মনটা সবার বৃক্ষরাজির সবুজ বানে।

বন বনানী উজার করে কবরো না কেউ দেশের ক্ষতি,
আমরা সবাই সদয় হবো পশুপাখি গাছের প্রতি।
হাজার কোটি বৃক্ষরাজি নানান গুণে গুণান্বিত,
নিঃস্বার্থ হয় কি কেহ সবুজ শ্যামল গাছের মত?

ঢাকা
১৪/০৭/২৩