বিষাদ মাখা ঈদ
মঈন তাজ

ঈদের মজা তবুও মুখে নেইতো কারো হাসি
সব আনন্দ নিয়ে গেছে করোনা'তে আসি।
বিষাদ ভরা চোখে সবাই তাকায় করুণ মুখে
ঈদ আনন্দ ভেসে গেছে করোনা'র এই দুখে।

লকডাউনে বন্দী আছি যাচ্ছি না তাই বাড়ি
বিষাদ মাখা মুখটি খুকুর দেখছি অনেক ভারি।
নতুন জামা হয়নি কেনা এবার বাজার গিয়ে
প্রফুল্লতা নেইতো মুখে ঈদের মজা নিয়ে।

দূরে দূরে থাকতে হবে নেইতো কোলাকুলি
আনন্দ আর খুশি যেনো বিষাদ ভরা ঝুলি।
শ্রমিক মজুর পায় নাতো কাজ শূন্য থালা বাটি
তাদের কাছে ঈদের মজা ষোলআনাই মাটি।

স্বজন হারা কান্না কারো কেউ বা রোগে কাঁদে
কত শত কর্ম হারা করোনা'র এই ফাঁদে।
দুঃখ ব্যথা কষ্ট ভরা সকল মানব হৃদে
বাঁধ ভাঙা তাই আনন্দ নাই এবার রোজার ঈদে।

যশোর
২০/০৫/২০