কি জ্বালা দিলে সখি মনের গহিনে।
মনের মাঝে না ঢুকিলে দেখবে কেমনে।
পুড়ে এ মন দিবানিশি তোমার কারণে।
তুমি হীনা এ ভূবনে থাকি কেমনে।
তোমায় নিয়ে ঘর বাঁধিব মনে ছিল স্বাদ।
ভালবাসার নামে শুধু পেলাম অপবাদ।
বুঝলে নাতো মনের কথা হয়ে গেলা পর।
দুঃখ দিয়ে অন্য কোথাও বাঁধলে সুখের ঘর।
দুঃখানলে পুড়ে সদাই আমার এ অন্তর।
কি সুখে তুমি আমায় করলে এমন পর।
সুখের হাসি থাকে যেন তোমার সোনা মুখে।
এই কামনা করি আমি থেকো মহা সুখে।
ঢাকা
২৪/০৭/১৭