বন্ধ চোখে অন্ধ জীবন আলোর মাঝে অন্ধকার,
বিবেক যখন খাচ্ছি বেচে করবে কে আর তার বিচার।
চলবে কী আর আপনা জীবন পরের বিবেক ধার করে?
বোধের ঘরে ঝুলছে তালা যাচ্ছে বিবেক তাই  মরে।
আপন স্বার্থে আজকে যখন দিচ্ছি বিবেক বিসর্জন,
একটুখানি হয়নি ভাবা এই জীবনের কী অর্জন?
মনুষ্যত্ব বিসর্জনে এই জগতে ঘটলো যা,
ইতিহাসের পাতায় পাতায় রইলো সেসব তাই লেখা।
উন্নততর বিশ্বে যখন গর্জে উঠে মেশিনগান,
অবোধ বিবেক নিচ্ছে কেঁড়ে লক্ষ কোটি তাজা প্রাণ।
জাগ্রত মন ভয় করেনা বুকে চিতিয়ে দাঁড়ায় রুখে,
অমানুষের অস্ত্র তখন চালায় গুলি ওসব বুকে।
বুকের তাজা রক্তে যখন লাল হয়ে যায় পিচঢালা পথ,
তরুণ চিত্ত ভয় করেনা আবার করে রক্ত শপথ।
ন্যায্যদাবীর প্লাকার্ড হাতে বঞ্চিতরা দিচ্ছে ডাক,
রূদ্ধ বিবেক শুদ্ধ হয়ে আলোর মত মুক্তি পাক।

২১/০৭/২৪
বোয়ার, মধ্য আফ্রিকা