যেখানে বিছানো মুসলমানের শান্তির আস্তিন
চলছে সেখানে ধ্বংসের লীলা সেই সে ফিলিস্তিন।
রক্ত নদীর স্রোতধারা সেথা বহিতেছে রাতদিন,
মুসলমানের পূণ্য ভূমি হায়রে ফিলিস্তিন!
ইসলামের ঐ প্রথম কেবলা বায়তুল মাকদাস,
ওহে মুসলিম সেই ঘরে আজ হয়ে আছ কৃতদাস।
জগতের মোহে ব্যস্ত আজকে শুনো হে মুসলমান,
কোরান হাদিস ত্যাজিয়া কিনেছো ঘৃণ্য অসম্মান।
ইসলাম থেকে গেছো বহু দূরে হয় না তোমার বোধ,
ইতিহাস আজ ধূলায় মলিন করতে পারনি রোধ।
অমুসলিমের খড়্গে তোমার রক্ত ঝরে রোজ,
এই পৃথিবী করেছো শাসন নাওনি তুমি খোঁজ।
আল কোরানের শ্রেষ্ঠ বাণী, নবীর দেখানো পথ,
ওসব ভুলে তৈরী করেছো নিজেদের অভিমত।
তাইতো তোমার পতন আজকে লাঞ্ছনা অবিরত,
সত্য সরল পথ ভুলে আজ তাগুতে হয়েছো ক্ষত।
ফিরে এসো তুমি ফিরে এসো ওহে মুসলিম সেনাদল,
পূর্ণ ঈমানে বলিয়ান হয়ে বাড়াও ঈমানী বল।
সত্য ন্যায়ের উড়াও নিশান দেরী কেনো তবে আর,
তোমার হাতেই অর্পিত হবে বিশ্ব শাসন ভার।

১৫ ডিসেম্বর ২৪
বাঙ্গী, মধ্য আফ্রিকা