সশস্ত্রবাহিনী কখনো হারেনি
হয়নিকো দূর্বল,
দৃঢ়চেতা মন কঠিন কঠোর
দূর্বার মনোবল।
দেশ ও জাতির অগ্রপথিক
দেশপ্রেম অমলিন,
এদেশ গঠনে সশস্ত্রবাহিনী
অম্লান চিরদিন।
একুশে নভেম্বরের কঠিন
যৌথ আক্রমনে,
কপোকাত হলো পাকবাহিনী
শঙ্কিত মনপ্রাণে।
একাত্তরের মাহেন্দ্রক্ষণ
ষোলই ডিসেম্বরে,
কাঙ্ক্ষিত সেই বিজয় এলো
বীর বাঙালির ঘরে।
স্বাধীনতা রবে সমুন্নত
মাথা নত নয় কভু,
দৃঢ়প্রত্যয়ে বলিয়ান বীর
যাকনা জীবন তবু।
তোমাদের আজ স্যালুট জানাই
সশস্ত্র বীর সেনা,
দেশ ও জাতি তোমাদের ঋণ
কখনোই ভুলবেনা।
২১ নভেম্বর ২৪
বাঙ্গী, মধ্য আফ্রিকা