বন্ধ হলে চোখের আলো
মঈন তাজ
উপর থেকে সমন এলে
বন্ধ হবে শ্বাস
মাটির ঘরে আসবে রেখে
দিয়ে চাটাই বাঁশ।
বন্ধ হলে চোখের আলো
হবে অন্ধকার
থাকবে পড়ে মিছে মায়ার
সাধের এ সংসার।
থাকবে পড়ে রঙিন করে
সাজানো সেই ঘর
মাটির ঘরে রেখে তোমায়
সবাই হবে পর।
সময় মত নাওগো খুঁজে
সত্য সঠিক পথ
লোভ লালসা পাপের কাজে
হইওনা অসৎ।
রোজ হাশরে বিচার হবে
রাখিও বিশ্বাস
আমল যদি না হয় ভালো
হবে সর্বনাশ।
যশোর
০৫/০২/২০