বাঁচাও ফিলিস্তিন
মঈন তাজ

চোখ থাকিতে অন্ধ কেন
আজকে আরব বিশ্ব।
বুকের উপর মারছে গুলি
করছে তোদের নিঃস্ব।
আপন ঘরে কেন তোরা
আজকে পরবাসী?
মিথ্যাবাদী শয়তানীরা
হাসে প্রেতের হাসি।
প্রতিদিনই রক্তে ভিজে
পবিত্র এই ভূমি।
এখনো কেন ঘুমিয়ে আছো
আরব বিশ্ব তুমি?
দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে
ঐক্যবদ্ধ হও।
আগ্রাসী ঐ সন্ত্রাসীদের
কঠিন জবাব দাও।
বসে থাকার নেইকো সময়
বাঁচাও ফিলিস্তিন।
সন্ত্রাসীদের পতন হবে
আসবে শুভ দিন।

ঢাকা
১৬/০৫/১৮