অন্ধকার ,
অন্ধকার ঘনিয়ে আসে জীবনের প্রান্তে
পৃথিবীর প্রান্তে,
নিঃসঙ্গ কালো ঘুটঘুটে অন্ধকার
গ্রাস করে সমস্ত আলো
সমস্ত ভালো।
থেমে যায় সব কোলাহল
সব কৌতুহল।
জমা হয় ঘন-কালো মেঘ
থেমে যায় জীবনের বেগ
থেমে যায় সব আয়োজন
সব প্রয়োজন।
থেমে যায় উল্লাস থেমে যায় উচ্ছ্বাস
করুণ দীর্ঘ শ্বাস
ডেকে আনে হাহুতাশ
আনন্দ আহ্লাদ
সব কিছু করে গ্রাস সব কিছু করে গ্রাস।